Kedarnath Temple Reopen Photo Credit: Twitter@ANINewsUP

নয়াদিল্লিঃ লাগাতার বৃষ্টি(Heavy Rain), ভূমিধসের(Landslide) জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড(Uttarakhand)। ভূমিধসের কারণে আপাতত বন্ধ ৭ নম্বর জাতীয় সড়ক। যার জেরে স্থগিত কেদারনাথা যাত্রা। রবিবারও বন্ধ রাখা হয়েছে চারধাম যাত্রা। অন্যদিকে দুর্যোগের জেরে কেদারনাথ এবং হেমকুণ্ডে আটকে পড়েছেন হাজার হাজার পুণ্যার্থী । চলছে সড়ক মেরামতির কাজ। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই পুণ্যার্থী দের নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

রবিতেও বাতিল চারধাম যাত্রা, কী পরিস্থিতি উত্তরাখণ্ডের?

রবিবার ভোরে বারকোট-যমুনেত্রী মার্গের সিলাই বান্দেতে মেঘভাঙা বৃষ্টির পর থেকে নিখোঁজ প্রায় ৯ জন। এছাড়া শুক্রবার রাতে সিরোবগড়ে ভূমিধসের ঘটনা ঘটেছে। যার জেরে বন্ধ ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক। পাশাপাশি বন্ধ রয়েছে পিপালকোটি, ভানের পানির কাছে অবস্থিত জাতীয় সড়ক। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ চলছে। রাস্তার মেরামতির কাজে হাত লাগিয়েছে বর্ডার রোডস সংস্থা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সতর্ক করা হয়েছে তীর্থযাত্রীদের। তাঁদের আপাতর বাইরে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে। এখনই দুর্যোগ থেকে মুক্তি নেই বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। আগামীতে বৃষ্টির পরিমাণ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা।

বৃষ্টি ও ভূমিধসের জেরে রবিতেও বাতিল কেদারনাথ যাত্রা, পাহাড়ে আটকে বহু তীর্থযাত্রী