মহাকাশে মানুষ পাঠানোর এখনও অনেক সময় রয়েছে। বুধবার এমনটাই জানালেন ইসরো (Indian Space Research Organization) প্রধান এস সোমনাথ। সেই সঙ্গে তিনি এও বলেন যে বর্তমানে ইসরো চন্দ্রযান ৪ নিয়ে ব্যস্ত রয়েছেন বৈজ্ঞানিকরা। এতে আমাদের মূল লক্ষ্য রয়েছে চাঁদে গিয়ে ফিরে আসা। সেই মতো আমরা প্রযুক্তিকে উন্নত করার চেষ্টাও করা হচ্ছে। চন্দ্রযান ৩-এর মাধ্যমে আমরা চাঁদের পৌঁছেছিলাম। এবার আমাদের প্রধান লক্ষ সেখান থেকে ফিরে আসা। তবে মহাকাশে মানুষ পাঠানোর জন্য এখনও সময় রয়েছে। এই প্রক্রিয়ার দিকে আমরা ধাপে ধাপে এগোচ্ছেি। ২০৪০ এর মধ্যে সেটা হবে, এমনটাই আমরা প্রধানমন্ত্রী নরেেন্দ্র মোদী জানিয়েছি। স্পেস স্টেশনের জন্যও আমরা কাজ শুরু করে দিয়েছি। এরজন্য প্রধানমন্ত্রীকে ২০৩৫-এর লক্ষ্যমাত্রা দিয়েছি। বর্তমানে ভারতীয় অন্তরীক্ষ স্টেশনে ফাস্ট মডিউলের কাজ চলছে। যা ২০২৮-এ তৈরি হয়ে যাবে।
#WATCH | Delhi | ISRO Chairman S Somanath says, "Chandrayaaan 4 mission is primarily targeted to demonstrate the technology to go to the moon and then come back. The coming back is a highlight of it, landing there has already been demonstrated by Chandrayaan-3. If you have to… pic.twitter.com/ti3alH6vH3
— ANI (@ANI) September 18, 2024