মুম্বই: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে খেলা হবে স্লোগানটা খুব জনপ্রিয় হয়েছিল পশ্চিমবঙ্গে। অনেকে এখনও মজার ছলে বিভিন্ন ক্ষেত্রে খেলা হবে স্লোগানটা ব্যবহার করে। কিন্তু, বন্য পশুদের (Wild animal) সঙ্গে সত্যিকারের খেলা বা মজা (Fun) করার চেষ্টা যে কতটা ভয়ানক হতে পারে তা বুঝতে পারল এক যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে (Social media) একটি ভিডিয়ো ভাইরাল (video viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চেনবন্দি (Chained) একটি সিংহের (Lion) সঙ্গে মজা করতে গিয়ে প্রাণ সংশয় (Life risk) হচ্ছিল এক যুবকের (Youth)। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি যুবক একহাতে চেনবন্দি একটি সিংহকে নিয়ে যাওয়ার সময় অন্য হাত দিয়ে মজা করার চেষ্টা করছে। আর তাতে ক্ষিপ্ত হয়ে ওই যুবককে কামড়ে দেওয়ার চেষ্টা করছে সিংহটি। এই ধরনের ঘটনায় প্রবল আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে যুবকটি। কিন্তু, সিংহটি কামড়ে ধরার চেষ্টা করছে তাঁর পা। পরে অনেক কষ্টে অন্য ব্যক্তির সাহায্যে নিজের প্রাণ বাঁচাতে সমর্থ হয় ওই যুবক।
দেখুন ভিডিয়ো :
View this post on Instagram