CCTV Camera (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ চিকিৎসা (Treatment) করাতে এসে হেনস্থার শিকার একাধিক মহিলা রোগী রোগিণীদের ব্যক্তিগত ভিডিয়ো ছড়িয়ে পড়ল পর্ণ সাইটে(Porn Sites) মূলত স্ত্রীরোগ বিভাগে শারীরিক পরীক্ষার সময়ের সিসিটিভি ফুটেজই দেখা গেল নানা পর্ণ সাইটে এই খবর প্রকাশ্যে আসতেই ছড়াল ব্যাপক চাঞ্চল্য কীভাবে হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটতে পারে? প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ

গুজরাটের হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা, পর্ণ সাইটে মহিলা রোগীদের ছবি

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের একটি হাসপাতালে প্রায় ৫০ হাজার মহিলা রোগীর তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ তদন্তে জানা গিয়েছে, হাসপাতালের সিসিটিভি- দুর্বল পাসওয়ার্ডের ফায়দা তুলে এই কাজ করেছে হ্যাকাররা মূলত ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে হাসপাতালে আসা মহিলা রোগীদের টার্গেট করা হয়েছে স্ত্রীরোগ বিভাগের ব্যক্তিগত ফুটেজ চুরি করে তা পর্ণ সাইটে আপলোড করা হয়েছে তদন্তকারীদের অনুমান, মোটা অঙ্কের বিনিময়ে আন্তর্জাতিক পর্ণ সাইটে ছবি, ভিডিয়োগুলি আপলোড করা হয়েছে এক্ষেত্রে ব্রুট ফোর্স অ্যাটাক ব্যবহার করে গোটা কাজটি করা হয়েছে বলে মনে করা হচ্ছে এই গোটা কাণ্ডের পিছনে কয়েকজনকে সন্দেহ করছে পুলিশ তাঁদের উপর নজরদারি চালানো হচ্ছে কিন্তু পর্ণ সাইটে আপলোড হওয়া ভিডিয়োগুলি এখনও মুছে ফেলা সম্ভব হয়নি

পর্ণ সাইটে জ্বলজ্বল করছে মহিলা রোগীদের ছবি, হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ