নয়াদিল্লিঃ প্রযুক্তিকে কাজে লাগিয়ে সকলের চোখে ফাঁকি দিয়ে চলছিল দেদার চুরি। এবার প্রায় ২৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (Airports Authority of India)এক অফিসারের বিরুদ্ধে। অভিযুক্ত অফিসারের নাম রাহুল বিজয়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই(CBI)। চলছে জিজ্ঞাসাবাদ।
জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত হিসেবে প্রচুর গরমিল থাকায় তাঁর উপর সন্দেহ হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার। রাহুল বিজয় নামে ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার তদন্তে নেমেই সিবিআই-এর সামনে উঠে আসে রাহুলের একের পর এক দুর্নীতি।
আর্থিক তছরুপের দায়ে গ্রেফতার অফিয়ার
সিবিআই সূত্রে খবর, দেরাদুন বিমানবন্দরে সিনিয়র ম্যানেজার হিসেবে নিযুক্ত রাহুল। অভিযোগ, বিপুল পরিমাণে সরকারি টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত অভিযুক্ত। পরে সেখান থেকে নিজের ট্রেডিং অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হত টাকা। সবমিলিয়ে প্রায় ২৩২ কোটি টাকার জাতিয়াতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি ধৃত বিজয়ের জয়পুরের বাড়িতে হানা দেন সিবিআই অফিসারেরা। সেখান থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়। এরপরই রাহুল বিজয়কে গ্রেফফার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা।
প্রায় ২৩২ কোটি টাকা চুরি, সিবিআইয়ের জালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসার
CBI arrests Senior Manager, Airports Authority of India for embezzlement of Approx. Rs. 232 Crore pic.twitter.com/IGMBPo3i3z
— Central Bureau of Investigation (India) (@CBIHeadquarters) August 30, 2025