কাবেরী জলবন্টন ঘিরে (Cauvery Water Issue) কর্ণাটক এবং তামিলনাড়ুর সংঘাত এবার অন্যমাত্রা নিল। কর্ণাটক থেকে তামিলনাড়ুতে কাবেরীর জল ছাড়ার দাবি জানিয়ে আজ মঙ্গলবার ত্রিচিতে বিক্ষোভ কর্মসূচি পালক করছে ন্যাশনাল সাউথ ইন্ডিয়ান রিভার ইন্টারলিঙ্কিং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন। বিক্ষোভ কর্মসূচিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Karnataka CM Siddaramaiah) শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আইয়াকান্নুর নেতৃত্বে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পাদনের মাধ্যমে আন্দোলনে পথে নেমেছে কৃষক দল। জীবন্ত মানুষের ছবিতে মালা পরিয়ে বিক্ষোভ কর্মসূচিতে শেষকৃত্য সম্পাদনের এমন নজির কমই দেখেছে নেটবাসী।
আরও পড়ুনঃ জোরাল হচ্ছে কাবেরী জলবন্টন সংঘাত, মুখে মরা ইঁদুর নিয়ে প্রতিবাদ তামিলনাড়ু কৃষকদের
দেখুন ত্রিচিতে বিক্ষোভ কর্মসূচির ভিডিয়ো...
#WATCH | Tamil Nadu: Farmers in Trichy staged a protest, demanding the release of Cauvery water from Karnataka. pic.twitter.com/IDHL0H8ktq
— ANI (@ANI) September 26, 2023
কাবেরী নদীকে (Cauvery) ঘিরে কর্ণাটক এবং তামিলনাড়ু দক্ষিণের দুই রাজ্যের মধ্যে এই সংঘাত আজকের নয়। সুদীর্ঘ বছর ঘরে তা চলে আসছে। কর্ণাটকে উৎপত্তি হয়ে তামিলনাড়ুর উপর দিয়ে বয়ে বঙ্গোপসাগরে পড়েছে কাবেরী। তাই তাঁর জল ঘিরে ঠাণ্ডা লড়াই চলে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে। তবে এবার সেই সংঘাত জোরাল হয়ে উঠেছে।একদিকে কাবেরীর জলের ‘বড় অংশ’ তামিলনাড়ুকে (Tamil Nadu) দেওয়া হচ্ছে অভিযোগ তুলে মঙ্গলবার এবং শুক্রবার কর্নাটকে জোড়া বন্ধের ডাক দিয়েছে সে রাজ্যের কৃষক সংগঠনগুলি। অন্যদিকে কাবেরীর জল ছাড়ার দাবি জানিয়ে তিরুচিরাপল্লীতে ন্যাশনাল সাউথ ইন্ডিয়ান রিভার ইন্টারলিঙ্কিং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে প্রতিবাদে নেমেছে কৃষকেরা।