ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে রাস্তার পাশে একটি সাধারণ কার ওয়াশিং স্টোরে ধোয়া হচ্ছে একটি কালো রঙের এসইউভি গাড়ি। যিনি গাড়িটি পরিষ্কার করছেন তিনি এই ভিডিয়োটি সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেন, প্রধানমন্ত্রীর কনভয়ের সঙ্গে থাকে এই গাড়িটি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। তবে ভাইরাল ভিডিয়ো ঘিরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মধ্যে। ওই ব্যক্তির দাবি কিছুতেই মানরে নারাজ নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি, প্রধানমন্ত্রীর কনভয়ের গাড়ি এভাবে রাস্তার ধারে পরিষ্কার করা হতে পারে না। ভাইরাল ভিডিয়োর নীচে আবার এক ব্যবহারকারী লেখেন, "আমার মনে হয় এই গাড়িটি শুধু প্রধানমন্ত্রীর কনভয়ের মধ্যে থাকে না, এই গাড়িতে চড়েই ঘোরেন নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য আলাদা ব্যবস্থা থাকা প্রয়োজন। এটা নিরাপত্তা বিপর্যয় ছাড়া আর কিছু না। এই ঘটনার তদন্তের প্রয়োজন।" কেউ কেউ আবার এই ঘটনায় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন। কীভাবে একজন প্রধানমন্ত্রীর ব্যবহারের গাড়ি রাস্তার ধারে সাধারণ দোকানে পরিষ্কার করা হচ্ছে? সাফ প্রশ্ন ছোড়েন নেটিজেনদের একাংশ। যদিও এই ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রাস্তার ধারে ধোয়া হচ্ছে নরেন্দ্র মোদীর গাড়ি? ভাইরাল ভিডিয়ো