নয়াদিল্লিঃ ফের গুগল ম্যাপ (Google Map) অনুসরণ করে বিপত্তি। ম্যাপের নির্দেশে অকেজো সেতু (Bridge) পাড় হতে গিয়ে নদীতে পড়ল গাড়ি। জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন সদস্য। ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিতোরগড় জেলায়। বানাস নদীর জলে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে ৯ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে দু'জন মহিলা ও দুই শিশু নিখোঁজ।
গুগল ম্যাপ দেখে বিপত্তি, রাজস্থানে মৃত্যু ৪ জনের
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোররাতে গাড়িতে চেপে ভিলওয়ারার একটি মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন কয়েকজন। গুগল ম্যাপের নির্দেশে চলছিল গাড়ি। গুগল ম্যাপ চালককে একটি সেুত পাড় করার নির্দেশ দেয়। এই সেতুটি অকেজো, গত কয়েক মাস ধরে বন্ধ ছিল সেটি।সেই সেতুতে উঠতেই আটকে যায় গাড়ি। এরপর গাড়ির কাচ ভেঙে বেরনোর চেষ্টা করেন যাত্রীরা। এমন সময় জলের স্রোতে ভেসে যান চারজন। ফোন করে এক আত্মীয়কে বিপদের কথা জানায় তাঁরা। এরপর সেই আত্মীয়ই পুলিশ ও উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। আটকে পড়া পরিবারের সদস্যদের উদ্ধার করা হয়। এরপর নদীতে তল্লাশি চালিয়ে তিনজনের দেহ উদ্ধার করা হয়। বাকি এক শিশুর খোঁজ চলছে।
গুগল ম্যাপে ভরসা করে মর্মান্তিক পরিণতি, নদীর জলে ভেসে গেল ৪ যাত্রী, সকালে মিলল দেহ
Google Maps Glitch in Rajasthan: Car Follows Google Maps, Gets Stuck on Dilapidated Bridge and Swept Away Into Banas River#GoogleMaps #Accident #Rajasthan #BanasRiver
— LatestLY (@latestly) August 27, 2025
Read: https://t.co/9GdLrDBu6E
— LatestLY (@latestly) August 27, 2025