Burqa Dance in Mangaluru (Photo Credits: Twitter)

কলেজ অনুষ্ঠানে বোরখা পরে নাচ করায় কলেজের ৪ জন ছাত্রীকে সাসপেন্ড করল মেঙ্গালুরু সেন্ট জোফেস ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ (Mangaluru Students Suspended)। ৪ ছাত্রীকে কলেজের অনুষ্ঠানে বোরখা পরে বলিউড গানে নাচ করতে দেখা গিয়েছে (Burqa Dance Video)। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হল নেটমাধ্যমে। কলেজ কর্তৃপক্ষের নজরে ভিডিয়োটি আসতেই ৪ ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে জানানো হয়, “এটি অনুমোদিত ছিল না। এর সঙ্গে জড়িত ছাত্রীদের সাসপেন্ড করা হয়েছে। কলেজ সম্প্রদায় এবং সকলের মধ্যে সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন কোন কাজ কলেজ কর্তৃপক্ষ সমর্থন করে না”। তরুণীর গোপন ভিডিয়ো বানিয়ে সঙ্গমের জন্যে ‘ব্ল্যাকমেল’, গ্রেফতার যুবক

কলেজের তরফ থেকে আরও একটি টুইট করে জানানো হয়, “সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিয়োটি মুসলিম সম্প্রদায়ের চার ছাত্রীর নাচের অংশ। যারা কজেল ছাত্র সমিতির উদ্বোধনের আনুষ্ঠানে মঞ্চে উঠেছি”।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা বোরখা পরে প্রবেশ করার অধিকার নিয়ে কর্ণাটকের (Karnataka) রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল।