নয়াদিল্লিঃ পশ্চিম ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার চিনা ড্রোন। এসএফ-এর দুর্গাবাড়ি আউটপোস্টের কাছ থেকে উদ্ধার করা হয় ড্রোনটি। শনিবার এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলল বিএসএফ। সীমান্ত রক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিপুরা পুলিশ ড্রোনটির ফরেন্সিক পরীক্ষা করছে। রাজ্য পুলিশ ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা হয়েছে ড্রোনটিকে। সমস্ত তদন্তের পরে ড্রোনটিকে পু্লিশের হাতে তুলে দেওয়া হবে।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া ড্রোনটির মধ্যে দু'টি হাই রেজ়োলিউশন ক্যামেরা রয়েছে। যা সাধারণ ড্রোনে থাকে না। বিএসএফ-এর হেডকোয়ার্টারে বিশেষ পরীক্ষা করা হবে ড্রোনটির।
সূত্রের খবর, এদিন ওই এলাকার এক বাসিন্দা ধানের ক্ষেতে ড্রোনটিকে পড়ে থাকতে দেখেন। যে জায়গায় ড্রোনটি পড়েছিল তা সীমান্ত থেকে কয়েকশো মিটার দূরে অবস্থিত। প্রথমে ড্রোনটিকে বাড়ি নিয়ে যান স্থানীয় এক বাসিন্দা। পরে পুলিশের কাছে গিয়ে তা জমা দেন তিনি।
ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার সন্দেহজনক চিনা ড্রোন, কী রয়েছে তাতে? মুখ খুলল বিএসএফ
#BSF to conduct a thorough study of the 'Made in China' drone found along the Indo-Bangladesh border (Tripura) on Friday. pic.twitter.com/Y0SFGTQxE9
— News IADN (@NewsIADN) August 2, 2025