রাজধানী দিল্লিতে ঘরের মধ্যে ঢুকে কুপিয়ে খুন করা হল এক কিশোরকে। ঘটনাটি ঘটেছে সঙ্গম বিহার (Sangam Vihar) এলাকার কে-টু ব্লকে। জানা যাচ্ছে, শুক্রবার বিকেল সাড়ে ৬টা নাগাদ ইরফান নামে বছর ১৭-এর কিশোরের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতি। সেই সময় ঘরে কেউ ছিল না বলেই খবর। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কে বা কারা খুন করেছে সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। পুলিশসূত্রে জানা গিয়েছে, দেহে প্রায় ৪-৫টি জায়গায় ছুরির কোপ রয়েছে। ফলে এক বা একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
জানা যাচ্ছে, দাদা এবং দিদির কাছেই মানুষ ইরফান। এদিন বাড়ির লোকেরা কাজে বেরিয়ে গেলে প্রতিদিনের মতো ঘরে একাই ছিল সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজে থাকাকালীন তাঁদের কাছে প্রতিবেশীরা ফোন করে জানায় যে ছোট ভাইয়ের ওপর কয়েকজন ব্যক্তি এসে হামলা চালিয়েছে। আর তারপরেই তাঁরা বাড়িতে এসে দেখে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলেছে। দিনকয়েক আগে ইরফানের সঙ্গে কয়েকজন যুবকের বচসা হয়েছিল, সেই কারণেই এই হামলা করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Sangam Vihar, Delhi: On the brutal murder of 17-year-old Irfan, Additional DCP Achint Garg says, "Today evening at 6:30, we received information that Irfan, also known as Katil, has died. He was 17 years old, and the incident occurred in K2 Block, Sangam Vihar. An inquiry is… https://t.co/7XUC0cQx9j pic.twitter.com/v3pw6FoiOj
— IANS (@ians_india) September 20, 2024
অন্যদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই কিশোর আগেও কোনও ঘটনায় জড়িয়েছিল। সেই কারণে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়ছিল। কয়েকদিন আগেই সেটা সরিয়ে দেওয়া হয়। তবে আগের কোনও শত্রুতার কারণে এদিন হামলা হয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।