Lionel Messi (Photo Credit: @ClaroSports/ X)

Lionel Messi Free kick Video: লিওনেল মেসির ম্যাজিক অব্যাহত। ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup 2025) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের ক্লাব এফসি পোর্তো (FC Porto)র বিরুদ্ধে ফ্রিকিক থেকে করা অবিশ্বাস্য গোলে ইন্টার মিয়ামি (Inter Miami)-কে জেতালেন মেসি (Messi)। পর্তুগালের ক্লাব পোর্তোর বিরুদ্ধে ইন্টার মিয়ামির ২-১ গোলে জয়ে ম্যাচের সেরা হলেন মেসি। ম্য়াচের ৫৪ মিনিটে মেসির অবিশ্বাস্য ফ্রিকিকটি ছিল দেখার মত। মেসির এই গোলেই ২-১ গোলে এগিয়ে গিয়েছিল মিয়ামি, এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানেই জেতে মার্কিন যুক্তরাষ্ট্রের দলটি।

ফিফা টুর্নামেন্টে রেকর্ড ২৫টি গোল মেসির

এই গোলের সঙ্গে মেসি দুটি বড় নজির গড়লেন- সেগুলি হল- ১) ফিফার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক গোল করা ফুটবলার হওয়ার নজির গড়লেন মেসি। পাঁচটি বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ সহ মেসি ফিফার মোট ১০টি টুর্নামেন্ট মিলিয়ে ২৫টি গোল করেছেন। ফিফা টুর্নামেন্টে এতগুলি গোল মেসি ছাড়া আর কেউ পারেননি। ২) বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার আড়াইশোটি (১২৫০টি) গোলের পিছনে অবদান রাখলেন মেসি। মেসি ৮৬৬টি গোল করেছেন, আর অ্যাসিস্ট (সহায়তা) করেছেন ৩৮৪টি গোলে। তার মানে সরাসরি গোল করা ও গোল করায় সহায়তা (অ্যাসিস্ট)-র বিষয়ে মেসি ম্যাচ পিছু ১.১৩টি গোল করেছেন। এর পাশাপাশি এই প্রথম কোনও মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইউরোপের ক্লাবকে প্রতিযোগিতামূলক স্তরে হারাল।

দেখুন মেসির অবিশ্বাস্য গোলটি

 

কেরিয়ারে ৬৮তম ফ্রিকিক গোল মেসির

কী কী নজির গড়লেন মেসি

১) প্রথম কোনও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব স্বীকৃত টুর্নামেন্টে ইউরোপের ক্লাবকে হারাল

২) বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার আড়াইশোটি (১২৫০টি) গোলের পিছনে অবদান রাখলেন মেসি। মেসি ৮৬৬টি গোল করেছেন, আর অ্যাসিস্ট (সহায়তা) করেছেন ৩৮৪টি গোলে। তার মানে সরাসরি গোল করা ও গোল করায় সহায়তা (অ্যাসিস্ট)-র বিষয়ে মেসি ম্যাচ পিছু ১.১৩টি গোল করেছেন।

৩) ফিফার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক গোল করা ফুটবলার হওয়ার নজির গড়লেন মেসি। পাঁচটি বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ সহ মেসি ফিফার মোট ১০টি টুর্নামেন্টে ২৫টি গোল করেছেন।