Asaram Bapu (Photo Credit: ANI/X)

দিল্লি, ৭ জানুয়ারি: জামিন পেলেন আশারাম বাপু (Asaram Bapu)। ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্মগুরুর (নিজেকে দাবি করেন) অন্তবর্তী জামিন মঞ্জুর করল আদালত। ১৭ দিনের পেরোল পর্ব মেটার পর সম্প্রতি রাজস্থানের জেলে ফেরেন আশারাম। জেলে ফেরার কয়েকদিনের মধ্যে ফের আশারামকে অন্তবর্তী জামিন দিল আদালত। প্রসঙ্গত ২০১৩ সালে ধর্ষণ (Rape)মামলায় অভিযুক্ত আশারাম বাপুর জেল-জীবন শুরু হয়। সেই থেকে পেরোলের মাধ্যমে একাধিকবার স্বঘোষিত ধর্মগুরুকে জেল থেকে বের করার চেষ্টা চলছে। এবার আশারাম একটি ধর্ষণ মামলায় জামিন পেলেও, দ্বিতীয় মামলার জেরে তাঁকে জেলেই থাকতে হচ্ছে।

২০১৩ সালে যোধপুর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আশারামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর ২০১৮ সালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। যোধপুরের সেন্ট্রাল জেলেই থাকতে হয় স্বঘোষিত এই ধর্মগুরুকে। যোধপুরের সেন্ট্রাল জেলে কারাজীবন শুরু হয় ধর্ষণে অভিযুক্ত আশারামের। তারপর থেকেই ওই স্বঘোষিত ধর্মগুরুকে জেল থেকে বের করার চেষ্টা চলছে।

এবার ৩১ মার্চ পর্যন্ত আশারাম বাপু পেরোলের মাধ্যমে বাইরে থাকতে পারবেন বলে জানানো হয় আদালতের তরফে। যদিও জামিন পেলেও আশারাম বাইরে বেরিয়ে তাঁর কোনও ভক্তের সঙ্গে দেখা করতে পারেবন না বলে জানানো হয়েছে আদালতের তরফে।