হাসপাতালের ছবি (Photo Credits: X)

নয়াদিল্লিঃ হাসপাতালের (Hospital) বারান্দায় পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। গলার নলি চিঁড়ে ঢুকে রয়েছে ছুরি। যা দেখে রীতিমতো শিউড়ে উঠছেন উপস্থিত সকলে। সামান্য ঝগড়ার জেরে হাসপাতালে ঢুকে প্রেমিকাকে খুন প্রেমিকের (Boyfriend)। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নরসিংহপুরে। নিহত তরুণীর নাম সন্ধ্যায় চৌধুরি। নরসিংহপুর জেলা হাসপাতালে নার্সিং পড়তেন তিনি। প্রতিদিনের মতো এদিনও প্রশিক্ষণ-পড়াশোনা ব্যস্ত ছিলেন তিনি। তবে প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাঁর মনটা ঠিক ছিল না বলে দাবি সতীর্থদের। এদিন আচমকাই হাসপাতালে এসে হাজির হয় প্রেমিক অভিষেক কোষ্ঠী। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সন্ধ্যাকে। ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সন্ধ্যা।

ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর।

রাগের বশে প্রেমিকাকে কুপিয়ে খুন, গ্রেফতার প্রেমিক

পরে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু সেই চেষ্টা বিফলে যায়। এরপর হাসপাতাল থেকে পালিয়ে গেলেও তাকে গ্রেফতার করে পুলিশ।জানা গিয়েছে, বিগত দু'বছর ধরে সম্পর্কে ছিল এই দম্পতি। মাঝেমধ্যেই দু'জনের মধ্যে বচসা বাঁধত। এদিনও সামান্য কিছু কারণে বচসা বাঁধে এই দম্পতির মধ্যে। আর তার জেরেই প্রেমিকাকে আক্রমণ করে অভিষেক। প্রকাশ্যে ঘটে যাওয়া এই ঘটনা ক্যামেরাবন্দি করেন অনেকেই।

মনোমালিন্যের জের, হাসপাতালে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের