নয়াদিল্লিঃ সাধ করে ২০ টাকা দিয়ে আইসক্রিম (Ice Cream) কিনেছিল ৭ বছরের কিশোর। প্রিয় আইসক্রিমে কামড় দিতেই মুখে পড়ল টিকটিকি (Lizards)। হাসপাতালে (Hospital) ভর্তি ওই কিশোর। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) লুধিয়ানার (Ludhiana) সুন্দর নগর এলাকায়। জানা গিয়েছে, রবিবার দপুরে এক আইসক্রিম বিক্রেতার থেকে ২০ টাকা দিয়ে একটি আইসক্রিম কেনে ওই কিশোর। আইসক্রিমটি মুখে দিতেই কিছু একটা অনুভব করে সে। সঙ্গে সঙ্গে আইসক্রিমটি তার ঠাকুমাকে দেখাতেই চোখ কপালে ওঠে সকলের। ঠাকুমা দেখেন আইসক্রিমের বরফের মধ্য়ে আটকে রয়েছে টিকটিকি। এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।
আইসক্রিমে পাওয়া গেল টিকটিকি, হাসপাতালে কিশোর
গোটা ব্যাপারটি ওই আইসক্রিম বিক্রেতাকে জানালে তিনি কিছুতেই এই অভিযোগ মানতে চান না। দায় এড়াতে তিনি সাফ জানান, আইসক্রিম প্যাকেট বন্দি হয়ে তাঁদের কাছে আসে। তাই গোটা ঘটনায় তাঁর কোনও দায় নেই। অন্যদিকে ওই কিশোরকে নিয়ে হাসপাতালে ছোটেন তার বাবা-মা। শিশুটিকে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, সে সম্পূর্ণ সুস্থ আছে। খবর দেওয়া হয় সে রাজ্যে স্বাস্থ্য দফতরে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে আইসক্রিমের নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোথায় কীভাবে তৈরি হয় এই আইসক্রিম তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
সাধের আইসক্রিমে কামড় বসাতেই মুখে পড়ল টিকটিকি, হাসপাতালে ৯ বছরের কিশোর
Lizard in Ice Cream: Boy Hospitalised After Lizard Found in INR 20 Kulfi Purchased From Street Vendor in Punjab's Ludhiana (See Pic and Video)#Punjab #Ludhiana #IceCream @journorahull
— LatestLY (@latestly) June 9, 2025
Read: https://t.co/majapIFwWo
— LatestLY (@latestly) June 9, 2025