Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ খেলতে খেলতে (Playing)বিপত্তি ব্যালকনি(Balcony) থেকে পড়ে মৃত্যু বছরের কিশোরের ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে(Gurugram) পুলিশ (Police) সূত্রে খবর, শনিবার বাড়ির দোতলায় ভাইয়ের সঙ্গে খেলছিল ওই কিশোর খেলতে খেলতে বারান্দার গ্রিলের উপর উঠে পড়ে সে সেখান থেকেই আচমকা ভারসাম্য হারিয়ে বারান্দা থেকে পড়ে যায় সে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়নাতদন্তের পর শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুর বাবা পেশায় একজন শ্রমিক দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে গুরুগ্রামে থাকতেন তিনি।  উল্লেখ্য,  কিছুদিন আগেই কর্নাটকের বিদারে  ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক নাবালিকার। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে দুর্ঘটনা বলে মনে হলেও নাবালিকার মৃত্যুর দুই সপ্তাহ পর জানা যায়, তাকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছিল। নাবালিকাকে ধাক্কা মেরে নীচে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সৎ মায়ের বিরুদ্ধে।

খেলতে খেলতে বিপত্তি, বারান্দা থেকে পড়ে মৃত্যু ৮ বছরের কিশোরের