নয়াদিল্লিঃ খানাখন্দে ভরেছে মুম্বইয়ের (Mumbai) বিভিন্ন রাস্তা। রাস্তার অবস্থা বেহাল দেখে নড়েচড়ে বসল বম্বে হাইকোর্ট (Bombay High Court) । রাস্তার গর্তে পড়ে কারও মৃত্যু হলে প্রশাসনকে ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিল আদালত। খারাপ রাস্তার কারণে দুর্ঘটনায় মৃত্যু হলে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে সাফ জানাল আদালত। সোমবার বোম্বে হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, বেহাল রাস্তার দায় এড়িয়ে যেতে পারে না স্থানীয় প্রশাসন। একই সঙ্গে কেন রাস্তার অবস্থা এমন হল? এই নিয়েও প্রশ্ন তোলে আদালত। সবশেষে আদলত জানায়, "বেহাল রাস্তার দায় এড়িয়ে যেতে পারে না প্রশাসন। এর কোনও ক্ষমা নেই।" এছাড়া আদালত জানায়, রাস্তার বেহাল দশার জন্য যদি কারও বিপদ হলে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ এই পদক্ষেপ করলেই টনক নড়বে প্রশাসনের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাণিজ্যনগরীর বিভিন্ন রাস্তার অবস্থা বেহাল। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। খানাখন্দে ভরা রাস্তায় বাড়ছে দুর্ঘটনা। এই নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
' রাস্তার গর্তে পরে মৃত্যু হলে প্রশাসনকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতের
'No Excuse For Bad Roads In City Like Mumbai': High Court On Pothole Deaths https://t.co/OSRXuwqUpz pic.twitter.com/4d8NgofEs8
— NDTV (@ndtv) October 13, 2025