নয়াদিল্লি: ভুবনেশ্বর (Bhubaneswar) ট্রেনের টয়লেটে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটি গত এক মাসের মধ্যে ভুবনেশ্বর রেলস্টেশনে (Railway Station) ট্রেনের টয়লেটে পাওয়া দ্বিতীয় মৃতদেহ উদ্ধার। বিষয়টি নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। ৩০ আগস্ট সকালে ভুবনেশ্বর রেলস্টেশনের কাছে সত্যানাড়গার ওয়াশিং লাইনে এই ঘটনা সামনে এসেছে। রেলওয়ে পুলিশ ট্রেনের টয়লেট থেকে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্যান কার্ড অনুযায়ী মৃত ব্যক্তির নাম মহম্মদ নাসিম, বয়স প্রায় ৪১ বছর বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: Zoo Bird Flu: ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু! বন্ধ করা হল চিড়িয়াখানা
রেলওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর অশোক কুমার গোছায়াত জানিয়েছেন, শুক্রবার রাতে ট্রেনটি তিরুপতি থেকে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। সে সময় পরিচ্ছন্নতা কর্মীরা টয়লেটের ভেতরে বেল্ট দিয়ে ট্রেনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পান। বৈজ্ঞানিক দল এবং জিআরপি কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।