প্রতীকী ছবি

ঝাড়গ্রাম: প্রাক্তন প্রেমিকার (Ex Girlfriend) সঙ্গে থাকা ঘনিষ্ট ছবি, ভিডিয়ো ও চ্যাট ফেসবুকে ফেক অ্যাকাউন্ট (Fake Facebook Account) খুলে পোস্ট করে দিয়েছিল। ফের সম্পর্ক রাখার জন্য চাপ দিচ্ছিল, ব্ল্যাকমেল (Blackmail) করছিল। এই অভিযোগে গ্রেফতার (Arrest) হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের ছোটভাই হীরক ঘোষের ছেলে অরিন্দম (BJP Vice President Dilip Ghosh's Nepew Arindom Ghosh)। রবিবার তাকে ঝাড়গ্রাম আদালতে (Jhargram court) তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

সম্প্রতি বেলিয়াবেড়া থানার এলাকার এক যুবতী পুলিশের কাছে অভিযোগ জানান, ২০২১ সালে দিলীপ ঘোষের ভাইপো অরিন্দমের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল। কিছুদিন পরে মেয়েটি বিয়ের প্রস্তাব দিলে অরিন্দম রাজি না হওয়ায় সম্পর্কে চিড় ধরে। অন্য একটি সম্পকে জড়িয়ে পড়েন যুবতী। খবর পেয়েই অরিন্দম হুমকি দিতে থাকে ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিয়ো ও তাদের মধ্যে লেনদেন হওয়া মেসেজ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবে।

কয়েকদিন পরে মেয়েটি খবর পান ফেক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁদের ঘনিষ্ঠ বেশ কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তারপরই ঝাড়গ্রামের সাইবার ক্রাইম থানায় গিয়ে দিলীপ ঘোষের ভাইপোর নামে অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে শনিবার অরিন্দমকে গ্রেফতার করে পুলিশ।