BJP MP Nishikant Dubey (Photo Credit: X)

কলকাতা: মুর্শিদাবাদ (Murshidabad) এবং আরও পাঁচটি জেলাকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের (Union Territories) দাবি জানালেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (BJP MP Nishikant Dubey)। লোকসভায় দাঁড়িয়ে নিশিকান্ত দাবি করেন, 'বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে। আমি দাবি করছি, মালদা, মুর্শিদাবাদ, আরারিয়া, কিষাণগঞ্জ, কাটিহার এবং সাঁওতাল পরগণা অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হোক, অন্যথায় হিন্দুরা অদৃশ্য হয়ে যাবে। অঞ্চলগুলোতে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) কার্যকর করুন এবং বিয়ে ও ধর্মান্তকরণের ক্ষেত্রেও অনুমতি বাধ্যতামূলক করুন।’ এদিন দুবে আরও বলেন, বাংলাদেশের মুসলমানরা এই অঞ্চলে বসতি গড়ে তুলছেন এবং উপজাতীয় মহিলাদের বিয়ে করছেন। লোকসভা বা জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এমন অনেক মহিলা রয়েছেন যাদের স্বামী মুসলিম। রাজ্যে অন্তত ১০০ জন গ্রামপ্রধান রয়েছেন যাদের স্বামী মুসলিম।’

মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষও (BJP MLA Gauri Shankar Ghosh) বাংলাদেশি অনুপ্রবেশের কথা তুলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেণ, এবং নিশিকান্তের দাবিকে সমর্থন করেছেন৷