নয়াদিল্লিঃ চলতি মাসের ৪ তারিখ নিজের বাড়ির সামনেই খুন (Murder) হয়েছিলেন ব্যবসায়ী গোপাল খেমকা(Businessman Gopal Khemka)।এই ঘটনার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিহারে ফের খুন। ফের পাটনাতে চলল গুলি। খুন হলেন বিজেপির কিষাণ মোর্চার নেতা সুরেন্দ্র কেওয়াত।জানা গিয়েছে, শনিবার, সুরেন্দ্র শেখপুরার মাঠে কাজ করছিলেন তিনি। সেই সময়ই বাইকে চেপে সেখানে আসে দুই আততায়ী। সুরেন্দ্র কেওয়াতকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় তারা। পরপর চারটি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বিজেপি নেতার শরীর। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এইমস-এ নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
প্রকাশ্যে চলল গুলি, পাটনায় খুন বিজেপি নেতা
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ কর্তা কানহাইয়া সিং জানিয়েছেন, ইতিমধ্যেই নিহত নেতার পরিবারের বক্তব্য রেকর্ড করা হয়েছে। ব্যবসায়ী গোপাল খেমকারের মৃত্যুর পর থেকেই বিহারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ফের আবার প্রকাশ্যে এভাবে নেতা খুনের ঘটনায় নতুন করে বিতর্কে নাম লেখাল বিহার।
ফের বিহারের রাস্তায় চলল গুলি, রাস্তায় গুলিবিদ্ধ বিজেপি নেতা
Bihar Shocker: BJP Leader Surendra Kewat Shot Dead in Patna by 2 Unidentified Assailants; Just Days After Businessman Gopal Khemka's Murder Outside His Home#Bihar #SurendraKewat #ShotDead #GopalKhemka
— LatestLY (@latestly) July 13, 2025
Read: https://t.co/tdgEVNFFOv
— LatestLY (@latestly) July 13, 2025