নয়াদিল্লিঃ জেলের মধ্যে বিচারাধীন বন্দির জন্মদিন পালন ঘিরে বিতর্ক। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন। বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল কারা বিভাগ। জানা গিয়েছে, ওই বন্দির নাম গুব্বাছি সীনা। প্রতিদ্বন্দ্বীকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে ধরার সময় এক পুলিশ কনস্টেবলের পায়ে গুলি করার অভিযোগও রয়েছে সীনার বিরুদ্ধে। মামলা বিচারাধীন। আপাতর সীনার ঠিকানা বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগার।সম্প্রতি সেখানেই হইহই করে কেক কেটে পালিত হয় তার জন্মদিন। আনন্দ উদযাপনে মেতে ওঠে অন্যান্য বন্দিরা। সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের সূত্রপাত। জেল কর্তৃপক্ষের দ্বারস্থ হন নিহতের স্ত্রী। এরপরই গোটা ঘটনা খতিয়ে দেখা হয় কর্তৃপক্ষের তরফে। জেলের মধ্যে কীভাবে উদযাপন হল? কোথা থেকে এল মোবাইল ও কেক? একাধিক প্রশ্ন তুলে একটি মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে দেশের কারা বিভাগ।
জেলের মধ্যে খুনের দায়ে অভিযুক্ত বন্দির জন্মদিন পালন, কাঠগড়ায় কেন্দ্রীয় কারাগার
Authorities have launched an inquiry after a video surfaced showing an undertrial prisoner celebrating his birthday with other inmates inside Bengaluru’s Central Prison.#Bengaluru #Birthday #Prison #Inquiry https://t.co/CxvRZQGdpj
— News18 (@CNNnews18) October 5, 2025