লখনউ, ১২ জানুয়ারি: বিদ্যুৎ চলে গেলে ঠিক কেমন লাগে তা হাড়েহাড়ে টের পাচ্ছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী (Mayawati)। কেননা বুধবার সকালেই তাঁর গ্রেটার নয়ডার বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। অভিযোগ, দীর্ঘ দিন বাড়ির বিদ্যুৎ বিল মেটাননি বিএসপি নেত্রী। যার ফলে বকেয়া হয়েছে ৬৭ হাজার টাকা। এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, দিনের পর দিন বিল মেটানো হয়নি। তাই নিয়ম মেনেই ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে মায়াবতীর পরিবারের তরফে বিদ্যুৎ দপ্তরে বিল বাবদ ৫০ হাজার টাকা জমা করলে দুশ্চিন্তা দূর হয়। বিদ্যুৎ সংযোগ ফেরে বিএসপি নেত্রীর বাড়িতে। আরও পড়ুন-'Extremely Delighted': 'অত্যন্ত আনন্দিত হয়েছি', মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির অভ্যর্থনাকে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদি
লখনউ বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনওরকম যোগাযোগ নেই। যেখানাক বিদ্যুৎ বিল দিনের পর দিন পড়ে থাকে। সেখানকারই বিদ্যুৎ সংযোগ দপ্তরের তরফে কেটে দেওয়া হয়। মায়াবতীর বাড়ির ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। তবে টাকা মিটতে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।