পাটনা, ২ সেপ্টেম্বর: সোশ্যাল মিডিয়ায় মহিলা সহকর্মীর অর্ধনগ্ন ছবি আপলোড করে গ্রেপ্তার বিহারের মুজাফ্ফরপুর জেলা পুলিশের এক কনস্টেবল (Bihar Police Constable)৷ অভিযুক্তের নাম আলতাফ খান৷ বিহারের রোহতাস জেলার কাচওয়া থানা এলাকার তুরুক বিঘা গ্রামের বাসিন্দা সে৷ যদিও তার কর্মক্ষেত্র মুজাফ্ফুর জেলার পুলিশে লাইন৷ অন্যদিকে ওই তরুণীও পুলিশ কনস্টেবলের পদে নিয়োগ পেয়েছেন৷ বর্তমানে প্রশিক্ষণের জন্য রয়েছেন সীতামঢ়ি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে৷ মুজাফ্ফরপুর পুলিশ লাইনের ইনস্পেক্টরের দায়িত্বে থাকা সুবোধ কুমার মিশ্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়৷ পুলিশ লাইনজুড়ে তরুণীর আপত্তিকর ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়তেই বিষয়টি তাঁর নজরে আসে৷ আরও পড়ুন-Tiger 3: আসছে টাইগার-৩-যে সলমন-ক্যাটরিনার প্রতিপক্ষের ভূমিকায় ইমরান হাশমি!, (দেখুন ছবি)
এই প্রসঙ্গে তিনি বলেন, “তদন্তে নেমে আমরা জানতে পারি যে তরুণী একজন প্রশিক্ষণরত পুলিশ কনস্টেবল৷ সঙ্গে সঙ্গেই অভিযুক্ত কনস্টেবলকে তৎক্ষণাৎ ডেকে তার মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে৷ অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে৷ মহিলা কনস্টেবলের ছবিও সে ফোন থেকে মুছে দিয়েছে৷ যদিও তার আগে সেই ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷”
আলতাফ খান গত ২৬ আগস্ট আপত্তিকর ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়৷ তার বিরুদ্ধে মহিলার সম্মান নষ্ট ও তাঁর সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি তাছাড়া রাজ্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে৷