Electricity (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: বিহার সরকার (Bihar Govt) ইতিমধ্যেই রাজ্যে গ্রাহকদের বিদ্যুতে বিশাল ছাড় দেওয়ার ঘোষণা করেছে। রাজ্যের দুই কোটিরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিলে ছাড় পাবেন বলে জানানো হয়। তবে জ্বালানি মন্ত্রী (Energy Minister) বিজেন্দ্র প্রসাদ যাদব বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছে, যে গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে না। একটি সাংবাদিক সম্মেলনে বলেন, পুরো রাজ্যে 'প্রিপেইড স্মার্ট মিটার' বসানোর কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে।

মন্ত্রী বলেন, 'রাজ্য সরকার ২০২৩-২৪ সালে বিহারে বিদ্যুত গ্রাহকদের ভর্তুকি দেওয়ার জন্য ১৩,১১৪ কোটি টাকা অনুমোদন করেছে, যা বর্তমান আর্থিক বছরে (২০২৪-২৫) বেড়ে ১৫,৩৪৩ কোটি টাকা হয়েছে৷ যেসব কৃষক তাদের জমিতে ফসল সেচ দেন তারাও বিদ্যুৎ ব্যবহারে উপকৃত হবেন।

রাজ্যে স্মার্ট প্রিপেইড বিদ্যুতের মিটার স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, 'রাজ্যে ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ স্মার্ট প্রিপেইড বিদ্যুত মিটার ইনস্টল করা হয়েছে, রাজ্য জুড়ে স্মার্ট বিদ্যুতের মিটার বসানোর প্রক্রিয়া ২০২৫ সালের মধ্যে শেষ হবে। রাজ্যে স্মার্ট প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপনের বিরুদ্ধে অক্টোবরে RJD-এর প্রস্তাবিত আন্দোলন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, 'তারা যা খুশি তাই করুক... সমগ্র রাজ্যে স্মার্ট প্রিপেইড বিদ্যুত মিটার স্থাপনের প্রক্রিয়া ২০২৫ সালের মধ্যে শেষ হবে।