প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

পাটনা, ২৯ মেঃ আমাদের দেশের গ্রামগঞ্জে বহু ছাত্র ছাত্রী রয়েছে যারা কেবল একবেলা খাবারের জন্যেই স্কুলে যায়। পড়ুয়াদের স্কুলমুখী করার উদ্দেশ্যে সরকারের মিড ডে মিল প্রকল্প দারুণ সফল হলেও সেই খাবার কিয়ে নানা সমস্যার কথা উঠে এসেছে বারে বারে। কখনও মিড ডে মিলের খাবারে মরা আরশোলা, কখনও মরা ইঁদুর তো আবার কখনও মরা সাপ। সেই সমস্ত খাবার খেয়ে বহু ক্ষেত্রে পড়ুয়াদের হাসপাতাল ছুটতে হয়েছে। এমনই এক ঘটনা উঠে এল বিহারের সুপৌল গ্রাম থেকে। যেখানে স্কুলের মিড ডে মিল খেয়ে অসুস্থ  হয়ে পড়েছে বহু ছাত্র ছাত্রী।

মিড ডে মিল খেয়ে অসুস্থ পড়ুয়াদের ভর্তি করা হয়েছে নরপতগঞ্জ PHC হাসপাতালে। জানা যাচ্ছে, অসুস্থ পড়ুয়াদের সংখ্যা ৪৫ জন। যাদের মধ্যে ৫ জন্যের অবস্থা বেশ আশঙ্কাজনক।

দেখুন সেই চিত্র... 

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মিড ডে মিলের খাবার প্রস্তুতিতে কেন এতো অবহেলা। খাবার তৈরির সময়ে কেন পরিচ্ছনার বিষয়টা একেবারেই গুরুত্ব দেওয়া হয় না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, দিন কয়েক আগেই বিহারের আরারিয়া জেলার আমৌনা স্কুলের মিড ডে মিলের খাবার থেকে পাওয়া গিয়েছিল মরা একখানা সাপ। সেই খাবার পরিবেশন করা হয়েছিল অন্ততপক্ষে ১৫০ জন ছাত্র-ছাত্রীকে। যা খেয়ে অসুস্থ হয়েছিলেন বহু পড়ুয়া।