দেশের প্রথম ডিজিটাল নাগরিক হিসেবে চিহ্নিত হলেন ভুটানের রাজপুত্র জিগমে নামগিয়েল ওয়াংচুক। ভুটানের ন্যাশন্যাল ডিজিটাল আইডেন্টিটিতে নাম উঠল তাঁর।
ভুটান লাইভের তরফ থেকে জানা গেছে কাটিং এজ টেকনলজির ব্যবহার করে নাগিকদের ডিজিটাল নথিভুক্ত করনের কাজ চলছে, যেকোন নাগরিকের পরিচয় এবং তার তথ্যকে যথাযথভাবে যাতে সুরক্ষিত রাখা যায় সেদিকেও লক্ষ্য রাখছে কতৃপক্ষ।
(Self Sovereign Identity) নামের পদ্ধতির মাধ্যমে ডিসেন্ট্রালাইজড ভাবে তৈরি করা হচ্ছে নাগরিকদের আইডেন্টিটি কার্ড।
সম্প্রতি ভারতের তরফে বিভিন্ন ভাবে ভুটানকে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সাহায্য করছে। ভারত সরকারের তরফে ভুটানকে তৃতীয় বৃহত্তম ইন্টারনেট ব্যবস্থা তৈরিতে সাহায্য করবে।
তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ভুটানকে বিভিন্ন ভাবে সাহায্য করে আসছে ভারত। ভুটানের 'ডিজিটাল দ্রুকুল' নামক ফ্ল্যাগশিপ প্রোগামে ভুটানের ২০ টি জেলাতে ফাইবার অপটিক কেবল দিয়ে সাহায্য করেছে ভারত।
Bhutan's Prince Jigme Wangchuck becomes country's first digital citizen
Read @ANI Story | https://t.co/DYs0Qt1IQz#Bhutan #BhutanPrince #JigmeWangchuck #DigitalCitizen #BhutanNDI pic.twitter.com/wm2BBKMuLO
— ANI Digital (@ani_digital) February 22, 2023