ইজরায়েলের হামলায় এবার খতম হল হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লা। এই নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অপরাধী হিসেবে ঘোষণা করে দিয়েছে। তবে তাতে তাঁর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বরং নেতানিয়াহুকে হেজবুল্লাকে পুরোপুরি ভাবে খতম করতে চায়, সেই সঙ্গে ইরানকে আগে থেকেই হুমকি দিয়ে রেখেছে ইডরায়েল। অন্যদিকে ইজরায়েলে এই আক্রমনের বিরুদ্ধে অনান্য দেশগুলি মন্তব্য করলেও ভারত কিন্তু এই বিষয়ে নীরব। এমনকী তাঁরা যে ইজরায়েলের পাশে রয়েছে, সেটা হাবেভাবেই ভারত সরকার বুঝিয়ে দিচ্ছে। যদিও এই নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে ভারতের অনান্য রাজনৈতিক দলের।
ভারতের অবস্থান নিয়ে সোমবার সমালোচনা করেন পিডিপি নেত্রী তথা জম্মুৃ-কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী মেহেবুবা মুফতি (Mehbooba Mufti)। তিনি এদিন বলেন, গোটা বিশ্ব যেখানে ইজরায়েলেরে কীর্তি নিয়ে সমালোচনা করছে সেখানে ভারত ইজরায়েলকে সমর্থন করছে। নেতানিয়াহু একজন অপরাধী। আর লেবাননে হামলার পর তো এই দাবি সত্য হিসেবে প্রমাণিতও হয়েছে। হিটলারের পরে নেতানিয়াহুর নাম হওয়া উচিত। হিটলার একটি গ্যাস চেম্বার বানিয়ে অনেরজনকে হত্যা করেছিলেন। কিন্তু নেতানিয়াহু গোটা প্যালেস্তাইনকেই গ্যাস চেম্বার বানিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছিল।
VIDEO | “International Criminal Court gave the verdict against (Israeli PM) Benjamin Netanyahu that he is a criminal. This incident has actually proved that he (Netanyahu) is a criminal,” says PDP chief Mehbooba Mufti on her tweet on Hezbollah chief Hassan Nasrallah, who was… pic.twitter.com/f0jpBsM9r0
— Press Trust of India (@PTI_News) September 30, 2024
মুফতি আরও বলেন, প্যালেস্তাইন এবং লেবাননে যে ঘটনানো হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। অসংখ্য মহিলা ও শিশুকে খুন করা হয়েছে। এই ঘটনাগুলির কড়া নিন্দা করছে গোটা বিশ্ব। তবে ভারত ইজরায়েলকে সমর্থন করে যাচ্ছে। যা প্যালেস্তাইনকে গান্ধীজির সময় থেকে সমর্থন করা হচ্ছিল। সেই দেশ আজ ইজরায়েলকে অস্ত্র, ড্রোন ইত্যাদি দেওয়া হচ্ছে প্যালেস্তাইনের ওপর হামলা চালানোর জন্য।