নয়াদিল্লিঃ ডিপফেকের (Deepfake) ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়েলন বেঙ্গালুরুর এক তরুণী। সোশ্যাল মাধ্যমে ইনভেস্টমেন্ট প্ল্যানের ভিডিয়ো দেখে বিনিয়োগ করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা। প্রায় সাড়ে তিন কোটি টাকা খুইয়েছেন ওই মহিলা এমনটাই খবর। জানা গিয়েছে, ওই মহিলা বেঙ্গালুরুর সিভি রমণ নগরের বাসিন্দা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফেসবুক রিলসে একটি বিজ্ঞাপন দেখেন তিনি। এক ধর্মগুরু একটি বিনিয়োগ সংস্থার ব্যাপারে বিজ্ঞাপন দেন। অল্প সময়ের মধ্যেই কী ভাবে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব তাই বলা হয় এই বিজ্ঞাপনে। সেটা দেখেই একটি লিঙ্কে ক্লিক করেন এবং সেখানে নিজের নাম, ফোন নম্বর-সহ সমস্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলেন ওই মহিলা।
দেশে ফের সাইয়াবার প্রতারণার ঘটনা
এরপর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁকে জয়েন করানো হয়। কীভাবে বিনিয়োগ করতে হবে পরবর্তীতে তাঁকে প্রশিক্ষণও দেওয়া হয়। দু’মাসে মোট ৩.৫ কোটি টাকা বিনিয়োগ করেন ওই তরুণী। আসল ঘটনার জানা যায় যখন টাকা তুলতে যান তিনি। তাঁকে জানানো হয়, প্রসেসিং ফি বাবদ এবং ট্যাক্স বাবদ আরও টাকা দিতে হবে তাঁকে। তাতেই সন্দেহ হয় তাঁর। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকেরা। এরপরই অভিযোগ দায়ের করেন প্রতারিত মহিলা।
ডিপ ফেক কী?
ডিপ ফেক হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI -এর এক বিশেষ প্রযুক্তি। যাকে বর্তমানে সাইবার অপরাধীদের 'ব্রহ্মাস্ত্র' বলে চলে। এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে কোনও মানুষের মুখের ছবি ব্যবহার করে প্রায় আসলের মতো দেখতে ছবি বা ভিডিয়ো বানানো সম্ভব।
ডিপফেকের ফাঁদে পা দিয়ে প্রায় ৪ কোটি টাকা খুইয়ে মাথায় হাত মহিলার
Bengaluru woman loses ₹3.75 crore to deepfake Sadhguru video in investment scam: Reporthttps://t.co/NNqE6JY7Og
— Hindustan Times (@htTweets) September 11, 2025