Court Representative Photo (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ স্বামী (Husband) পুরুষত্বহীন বলে দাবি করে কোর্টের (Court) দ্বারস্থ বেঙ্গালুরুর এক মহিলা। ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকা চেয়ে বসলেন তিনি। সেই সঙ্গে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে হয়রানি ও অত্যাচারের অভিযোগ আনেন তিনি। পাল্টা স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের স্বামীর। জানা গিয়েছে, মাত্র তিন মাস আগেই বিয়ে হয় এই দম্পতির। বিয়ের পর থেকেই স্বামীকে পুরুষত্বহীন বলে সন্দেহ করে ডাক্তারি পরীক্ষা করান স্ত্রী। চিকিৎসক জানান, শারীরিকভাবে অসুস্থ ওই ব্যক্তি।

২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্বামীর বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ স্ত্রী

এরপরই দম্পতির মধ্যে বিবাদ শুরু হয়। বচসা চরমে পৌঁছলে স্বামীর বিরুদ্ধে পুরুষের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ করে ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকা দাবি করেন স্ত্রী। সেই সঙ্গে স্বামী ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়।পাল্টা স্বামীর অভিযোগ, গত ১৭ অগস্ট স্ত্রী এবং তাঁর বাপের বাড়ির আত্মীয়-স্বজন তাঁদের গোবিন্দরাজনগরের বাড়িতে হামলা চালায়। হামলার জেরে আহত হন ওই যুবক ও তাঁর পরিবারের সদস্যরা। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শারীরিকভাবে অক্ষম স্বামী, ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকার দাবি স্ত্রীর