নয়াদিল্লিঃ স্ত্রী পেশায় চর্মরোগ বিশেষজ্ঞ। স্বামী সার্জন। সেই ডাক্তার স্বামীর বিরুদ্ধেই স্ত্রীকে নেস্থেসিয়া প্রয়োগ করে হত্যার অভিযোগ। ঘটনাটি ৬ মাস আগের হলেও অবশেষে গ্রেফতার অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছ, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ভিযুক্ত শল্যচিকিৎসকের নাম ডঃ মহেন্দ্র রেড্ডি। ২০২৪ সালের মার্চ মাসে কৃতিকা রেড্ডি নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তাঁর। কৃতিকার বয়স ২৮ বছর। পেশায় তিনিও চিকিৎসক। বিয়ের পর আপাতদৃষ্টিতে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু চলতি বছরের এপ্রিল মাসে মৃত্যু হয় কৃতিকার। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তাঁর পরিবার। সেই মামলার তদন্তে নেমে ৬ মাস পর স্বামী মহেন্দ্রকে আটক করল পুলিশ। জানা গিয়েছে, কৃতিকার ভিসেরা নমুনায় অ্যানেস্থেসিয়া পাওয়া গিয়েছে। পুলিশি জেরায়, স্ত্রীকে অ্যানাস্থেসিয়া দেওয়ার কথা মেনেনিয়েছেন মহেন্দ্র। যদিও তাঁর দাবি, কৃতিকা গ্যাস্ট্রোইনটেসটিন্যাল সমস্যায় ভুগছিলেন। তাই চিকিৎসার কারণে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয়েছে। কোথা থেকে ওষুধ পেয়েছিলেন ডঃ মহেন্দ্র, কীভবে তা প্রয়োগ করা হয়েছিল সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
চিকিৎসক স্ত্রীকে অ্যানেস্থেসিয়া দিয়ে খুন, অবশেষে পুলিশের জালে 'সার্জন' স্বামী
डॉक्टर पत्नीला संपवणाऱ्या सर्जनला सहा महिन्यांनी अटक, समोर आला धक्कादायक घटनाक्रमhttps://t.co/q3Nc10IiUZ@BlrCityPolice #marathinews #CrimeNews #NewsUpdate
— LoksattaLive (@LoksattaLive) October 15, 2025