বেঙ্গালুরু, ২ মার্চঃ শুক্রবার দুপুরে বেঙ্গালুরুর (Bengaluru) রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণ চাঞ্চল্য ফেলেছে রাজ্যজুড়ে। জানা গিয়েছে, এই বিস্ফোরণ ঘটানোর জন্য একটি আইইডি (Intensive Explosive Device) ব্যবহার করা হয়েছিল। যা ফেটে আহত হন অন্তত ১০ জন। তবে কে, কীভাবে, কখন ওই বোমা নিয়ে ক্যাফেতে প্রবেশ করল সেই তথ্য হাতড়াতে শুরু করে পুলিশ। ক্যাফে এবং আশেপাশের রাস্তায় সিসিটিভি (CCTV) ফুটেজ ঘেঁটে এক ব্যক্তিকে চিহ্নিত করা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বছর তিরিশের ওই যুবক ব্যাগে করে বোমা নিয়ে এদিন ক্যাফেতে প্রবেশ করেছিলেন। এরপর খাবার অর্ডার করে ব্যাগটি টেবিলে রেখেই চলে যান। সেই ব্যাগ থেকেই হয় বিস্ফোরণ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ৭-৮টি দল গঠন করে অভিযুক্তের তল্লাশি শুরু করেছে পুলিশ।
শুক্রবার বেঙ্গালুরুর কুন্দালাহাল্লি এলাকায় রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণের (Rameshwaram Cafe Blast) সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার সকাল থেকে নেটপাড়ায় একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়েছে। সেখানে ক্যাফে বিস্ফোরণের অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। শুক্রবার দুপুরে হাতে একটি ব্যাগ নিয়ে রামেশ্বরম ক্যাফেতে প্রবেশ করেন ওই যুবক। মাথায় সাদা টুপি, মুখে ছিল মাস্ক। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, অভিযুক্তকে সনাক্ত করা গিয়েছে। তাঁর বয়স ২৮-৩০ এর মধ্যে হবে।
দেখুন সিসিটিভি ফুটেজ...
VIDEO | Bengaluru cafe blast suspect caught on CCTV.
At least 10 people were injured in a low intensity bomb blast at the popular Rameshwaram Cafe in Bengaluru's Whitefield locality on Friday. Police suspect that an improvised explosive device (IED) fitted with a timer inside a… pic.twitter.com/EWGzLAmy1M
— Press Trust of India (@PTI_News) March 2, 2024
পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত যুবক ক্যাফেতে ঢুকে টাকা দিয়ে খাবারের কুপন কাটেন। টেবিলে গিয়ে নিজের ব্যাগটি রেখে খাবার না খেয়েই চলে না। এর কিছুক্ষণের মধ্যেই কেঁপে ওঠে ব্যঙ্গালুরুর অতি জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেটি (Rameshwaram Cafe)। বোমা বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ঘটনায় ১০ জনের আহত হওয়ার খবরও তিনি প্রকাশ করেছেন। বিরোধীদের কাছে ক্যাফে বিস্ফোরণের ঘটনাটিতে রাজনীতির রং না লাগানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
ক্যাফের বিস্ফোরণের জন্যে আইইডি ব্যবহার করা হয়েছিল সে কথা জানিয়েছে পুলিশ। তবে ক্যাফে চত্বর থেকে আরও কোন আইইডি উদ্ধার হয়নি।