Online Fraud (Photo Credit: IANS)

বেঙ্গালুরু: অনলাইনে (Online) পুরনো আসবাব বিক্রি করতে গিয়ে ৬৮ লাখ টাকা খোয়ালেন বেঙ্গালুরুর (Bengaluru) এক ব্যক্তি। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে ৩৯ বছর বয়সী ব্যক্তি অনলাইন পুরনো জিনিষ বেচাকেনা প্ল্যাটফর্ম ওএলএক্স (OLX)-এ তাঁর পুরনো বেড বিক্রি করতে চেয়ে একটি পোস্ট করেছিলেন। এরপর ওই প্ল্যাটফর্মে এক ব্যক্তি আসবাবপত্রের দোকানের মালিক পরিচয় দিয়ে জানান তিনি ওই খাটটি ১৫০০ টাকার বিনিময়ে কিনতে রাজি কিনতে রাজি। আরও পড়ুন: Bengaluru- Woman Wakes In Stranger’s Home: সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গণধর্ষণের অভিযোগ বেঙ্গালুরুতে

এরপর  অনলাইন পেমেন্টের সময় ক্রেতা ওই ব্যক্তিকে বলেন, তাঁর ইউপ থেকে টাকা পাঠাতে অসুবিধা হচ্ছে। যে কারণে ভুক্তভুগী ওই ব্যক্তিকে ৫ টাকা পাঠাতে বলেন, এরপর ওই ব্যবসাই পরিচয় দেওয়া ব্যক্তিটি ১০ টাকা পাঠান। তারপর আবার ভুক্তভোগীকে ৫০০০ টাকা পাঠাতে বলেন, তারপর লোকটি ১০০০০ টাকা ফেরত দেন।এরপর ভুক্তভুগী ব্যক্তিকে ৭৫০০ টাকা পাঠাতে বলা হয়, তারপর ওই প্রতারক দাবি করেন দুর্ঘটনাক্রমে ৩০০০০ টাকা পাঠিয়েছেন। প্রতারক তখন একটি লিঙ্ক পাঠিয়ে টাকা ফেরত দিতে বলেন। লিঙ্ক খোলার পর ওটিপি শেয়ার করার  পর ওই ইঞ্জিনিয়ার ৬৮ লক্ষ টাকা খোয়ান।