বেঙ্গালুরু, ১৩ জুলাইঃ জোড়া খুনের অভিযোগে গ্রেফতার ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা জি নেটওয়ার্কের (G Network) মালিক। অ্যারোনিক্স মিডিয়া প্রাইভেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ফণীন্দ্র সুব্রামণ্য (৩৬) এবং সিইও ভিনু কুমারকে (৪৭) কুপিয়ে হত্যা করার অভিযোগে কর্ণাটক পুলিশ (Karnataka Police) বৃহস্পতিবার গ্রেফতার করেছে জি নেটওয়ার্কের কর্নধ অরুণ কুমারকে।
মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে আমরুতল্লি এলাকায় অ্যারোনিক্সের অফিসের বাইরে ফণীন্দ্র এবং ভিনুকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল (Aeronics Media CEO and MD Murder Case)। বৃহস্পতিবার গ্রেফতার হয়েছে অভিযুক্ত অরুণ কুমার। এই খুনের ঘটনায় অরুণকে নিয়ে এখনও পর্যন্ত মোট গ্রেফতার হয়েছেন চারজন। পুলিশ আগে তিনজনকে গ্রেফতার করেছিল। তাঁরা হলেন জে. ফেলিক্স ওরফে জকার ফেলিক্স, বিনয় রেড্ডি এবং শিবু।
তুমাকুরু জেলার কুনিগাল শহরের কাছ থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা পুলিশকে জানায়, অ্যারোনিক্স মিডিয়া প্রাইভেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ফণীন্দ্র সুব্রামন্য সবসময় ফেলিক্সকে অপমান করতেন। চাকরি থেকে বরখাস্ত করেছিলেন ফেলিক্সকে। এরপরেই সুব্রামন্যর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকেন অভিযুক্ত। তাঁকে হত্যা করার পরিকল্পনা করে সে। সুব্রামন্য হত্যার পরিকল্পনায় ফেলিক্সের সঙ্গে হাত মেলায়
বিনয় রেড্ডি এবং শিবু। তাঁরা পুলিশকে এও জানায়, ভিনু কুমারকে হত্যা পরিকল্পনা ছিল না তাঁদের। কিন্তু সুব্রামণ্যকে বাঁচাতে আসায় ভিনুকেও খুন হতে হয়েছে।
অরুণ কুমারকে গ্রেফতারির পর পুলিশ জানতে পারেন, মৃত ফণীন্দ্র সুব্রামণ্য এবং ভিনু কুমার তাঁর কোম্পানিতে এইচআর ম্যানেজার এবং সিইও পদে কাজ করতেন। কিন্তু আট মাস আগে সুব্রামণ্য এবং ভিনু হাত মিলিয়ে অমৃতহল্লিতে নিজেদের একটি নতুন কোম্পানি শুরু করেন। ফলে অরুণ কুমারের সংস্থা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এরপরেই সুব্রমন্যাকে হত্যা করার জন্য ফেলিক্সকে দায়িত্ব দেয় সে।