(Photo Credits: Wikimedia)

দরজায় কড়া নাড়ছে শীত। শীতের আমেজ বজায় রেখে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়  বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।  সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯৩ শতাংশ। আপাতত রাজ্যজুড়ে  চলবে শীতের স্পেল।  আগামী কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় কোনও অংশে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়বে বলে জানানো হয়েছে।

এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে আজ বুধবার। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ থেকে ৪৮ ঘন্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম সহ পার্বত্য এলাকার উঁচু অংশে।