নয়াদিল্লিঃ রাজ্য-নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে। আগেই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে (Chief Secretary Manoj Pant)দিল্লিতে (Delhi)তলব করে নির্বাচন কমিশন(Election Commission of India)। সেই সঙ্গে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত চার আধিকারিককে বরখাস্ত করা হয়েছে কমিশনের তরফে। কিন্তু কমিশনের নির্দেশ যথাযথভাবে না মানায় মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠায় কমিশন। এবার সেই বিষয় খোলসা করতেই দিল্লির উদ্দশে রওনা দিলেন মনোজ পন্থ। আজ, বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী বিমানে চাপেন পন্থ।
দিল্লির উদ্দেশে রওনা মনোজ পন্থে
উল্লেখ্য, ভোটার তলিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে চার সরকারি আধিকারিকদে বরখাস্ত করেছে কমিশন। নির্বাচন কমিশনের এই নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কাউকে শাস্তি দেওয়া হবে না। মমতার এই ঘোষণার পর ফের ফের মুখ্যসচিবকে চিঠি পাঠায় কমিশন। নির্দেশ কার্যকর করতে সময় বেঁধে দেওয়া হয় কমিশনের তরফে। সোমবার কমিশনকে চিঠি পাঠিয়ে মুখ্যসচিব জানান, দুই সরকারি আধিকারিককে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কমিশনের নির্দেশ মতো পদক্ষেপ না করায় মুখ্যসচিবকে দিল্লিতে তলব করে নির্বাচন কমিশন। সেই জরুরি তলবের জবাবেই দিল্লি রওনা দিয়েছেন পন্থ।
কমিশনের তলবে দিল্লির উদ্দেশে রওনা রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের
#WestBengal Chief Secretary Manoj Pant leaves for New Delhi to appear before the #ECI today.
He was summoned a day earlier in connection with the ECI’s order of suspension & initiation of FIR against two AERO, two ERO & one data entry operator for reportedly inserting names in… pic.twitter.com/tHhmZ0EW1T
— Pooja Mehta (@pooja_news) August 13, 2025