নয়াদিল্লিঃ গত দু'দিন ধরে নিখোঁজ (Missing) ছিলেন। মঙ্গলবার উদ্ধার হল পাটনার (Patna)ব্যাঙ্ক ম্যানেজারের (Bank Manager) নিথর দেহ। পাটনার উর এলাকার এক কুয়ো থেকে উদ্ধার হয় ম্যানেজারের স্কুটার ও দেহ। আত্মহত্যা না খুন? দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পাটনায় ব্যাঙ্ক ম্যানেজারের রহস্যমৃত্যু, কুয়ো থেকে উদ্ধার দেহ
জানা গিয়েছে, নিহত ব্যাঙ্ক ম্যানেজারের নাম অভিষেক বরুণ। বিহারের কঙ্করবাগের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। ওইদিন রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। রাত হওয়ায় সন্তানদের নিয়ে ফিরে আসেন স্ত্রী। পার্টিতেই থেকে যান অভিষেক। সারারাত স্বামীর কোনও খোঁজ না পেয়ে সোমবার থানায় নিখোঁজ ডায়েরি করেন স্ত্রী। তদন্তে নেমে শেষ বেউর থানা এলাকায় অভিষেকের মোবাইল ফোনের শেষ লোকেশন দেখেন কাঁকরবাগ থানার পুলিশ। ওই জায়গা থেকে কয়েক মিটার দূরেই ছিল পার্টির লোকেশন। তদন্তে নেমে ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। আজ, মঙ্গলবার ওই এলাকারই একটি কুয়ো থেকে উদ্ধার হয় ব্যাঙ্ক ম্যানেজারের দেহ। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পার্টি থেকে নিখোঁজ, দু'দিন পর কুয়ো থেকে উদ্ধার ব্যাঙ্ক ম্যানেজারের নিথর দেহ
VIDEO | Patna, Bihar: Bank Manager found dead in 30-foot dry well in Beur.
Phulwarisharif Sub-divisional Police Officer (SDPO) Sushil Kumar says, “Abhishek Barun went missing from July 13 when he left from Ganpati Utsav hall at around 10 pm on scooty. His family registered a… pic.twitter.com/sI4qCun1wb
— Press Trust of India (@PTI_News) July 15, 2025