বিজেপি নেতা ওয়াসিম বারি (Photo Credits: Facebook)

বান্দিপোরা, ৯ জুলাই: উপত্যকায় একের পর এক এনকাউন্টারে সেনার সফলতা জঙ্গিদের বিদ্বেষ বাড়িয়ে তুলছিল। গত দুমাসে সেনার গুলিতে খতম হয়েছে ৫০-এরও বেশি জঙ্গি। সম্প্রতি জইশ জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তারও করে নিরাপত্তা বাহিনী। তারই প্রতিশোধ নিতে এবার রাতবিরেতে হামলা চালালো জঙ্গির দল। বুধবার রাত নটা নাগাদ বান্দিপোরার বাড়ির সামনেই জঙ্গির গুলিতে ঝাঁঝরা হয়ে গেল কাশ্মীরের বিজেপি নেতা তথা জেলা সভাপতি ওয়াসিম বারি (BJP leader wasim bari)। সঙ্গে ছিলেন বাবা ও ভাই। জঙ্গির গুলিতে তিনজনই লুটিয়ে পড়েন। রক্তে ভেসে যায় গোটা এলাকা। এদিকে ওই বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তারক্ষী রয়েছে।

এই হামলার সময় নিরাপত্তারক্ষীরা কোথায় ছিল তানিয়ে প্রশ্ন উঠেছে। এরজন দুজন নয় ওয়াশিম বাড়ির সকলের জন্য আটজন নিরাপত্তারক্ষী রয়েছেন। ইতিমধ্যেই জবাবদিহির জন্য তাদের আটক করেছে পুলিশ। এই ঘটনার পরই গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে জঙ্গি হামলায় বিজেপি নেতা ওয়াসিম বারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক সন্তপ্ত পরিবারকে জানিয়েছেন সমবেদনা। এক টুইট বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লিখেছেন, টেলিফোনে উপত্যকার বিজেপি নেতা ও তাঁর বাবা এবং ভাইয়ের হত্যালীলার খবর শুনেছেন প্রধানমন্ত্রী। তিনি শোক প্রকাশ করেছেন। মৃত বিজেপি নেতার পরিবারকে সমবেদনাও জানিয়েছেন। আরও পড়ুন-

বিজেপির সর্বভারতীয় সবাপতি জেপি নাড্ডা বলেছেন, “ওয়াসিম বারির মৃত্যুতে উপত্যকায় বিজেপির নির্ভরযোগ্য খুঁটি আলগা হয়ে গেল। পার্টি তাঁর অবদান কোনওদিনই ভুলবে না। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় এক কাপুরুষোচিত হামলায় আমরা ওয়াশিম বারি ও তাঁর বাবা এবং ভাইকে হারালাম। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পার্টির প্রত্যেকেই ওই পরিবারের পাশে রয়েছে। আমি নিশ্চিত জানাচ্ছি যে তাঁদের এই আত্মত্যাগ বিফলে যাবে না।” বিজেপি নেতার হত্যালীলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।