প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পিজির বিছানায় ছারপোকার (Bed Bugs) উপদ্রব। নিত্যদিন মালিককে জানিয়েও কোনও সুরাহা হয়নি। ছারপোকা মারতে ঘরে কীটনাশক স্প্রে করা হয়েছিল পরদিন সকালে ওই ঘর থেকেই উদ্ধার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। মৃত ছাত্রের নাম পবন। বয়স মাত্র ২২। অন্ধ্রপ্রদেশের তিরুপতির বাসিন্দা তিনি। বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন তিনি। কলেজের পাশেই একটি পিজিতে থাকতেন তিনি। সেখানেই কীটনাশকের গন্ধে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে অনুমান। জানা গিয়েছে, কয়েকদিন আগেই বাড়ি গিয়েছিলেন পবন। সেই সময় তাঁর ঘরে পেস্ট কন্ট্রোল করা হয়। ফিরে এসে ওই ঘরেই থাকছিলেন তিনি। সেখান থেকেই টাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশের অনুমান, ঘরগুলি দীর্ঘদিন বন্ধ থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পিজিতে ছারপোকার উপদ্রব, পেস্ট কন্ট্রোল করানো ঘরে দমবন্ধ হয়ে মৃত্যু কলেজ পড়ুয়ার