Ayodhya Ram temple construction in full swing (Photo Credit: X)

উত্তরপ্রদেশ: অযোধ্যায় জোরকদমে চলছে ভগবান রামের মন্দির নির্মাণের কাজ। সম্প্রতি  সোশ্যাল মিডিয়ায় ট্রাস্টের পক্ষ থেকে রাম মন্দির নির্মাণের (Ayodhya Ram Temple Construction) কিছু নতুন ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে মন্দিরের নিচতলা প্রায় সম্পূর্ণ, এবং প্রথম তলায় স্তম্ভ স্থাপন করা হচ্ছে। ট্রাস্টের এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে মন্দিরের প্রথম তলায় নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। মন্দিরের নিচতলায় ১৬০টি স্তম্ভ স্থাপন করা হয়েছে এবং প্রথম ও দ্বিতীয় তলায় ১৩২টি ও ৭৪টি স্তম্ভ বসানো হবে। আগামী জানুয়ারি মাসে ভগবান রাম স্থাপন করা হবে। এই সময়সীমার পরিপ্রেক্ষিতে নির্মাণ কাজে নিয়োজিত কর্মরত সংগঠনক দ্রুত গতিতে মন্দির নির্মাণের কাজ চালিয়ে নিয়ে জাচ্ছেন। তবে ২০২৪ সালের শুরুতে ভক্তদের জন্য রাম মন্দির খুলে দিলেও মন্দির তৈরির বেশ কিছু কাজ চলবে।

দেখুন 

উল্লেখ্য, ভারতের ভূমিকম্পপ্রবণ এলাকা গুলির মধ্যে পড়ে অযোধ্যা। পাশাপাশি অযোধ্যার পাশ দিয়ে বয়ে গিয়েছে সরযূ নদী। সেই নদীর জলের তোড়ে ওই এলাকার জমিতে ভাঙনের সমস্যায় রয়েছে। এসব মাথায় রেখেই রাম মন্দির শক্তপোক্তভাবে তৈরি করা হচ্ছে, যাতে আগামীতে কোনও প্রাকৃতিক সমস্যার মুখে পড়তে না হয়।