অস্ট্রেলিয়ায় সম্প্রতি তিনটি হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করল ভারত। এই ঘটনা উদ্বেগজনক বলে মনে করছে অস্ট্রেলিয়ায় ভারতীয় হাইকমিশন। ওই দেশের সরকারের কাছে ঘটনায় তদন্তের পাশপাশি অভিযুক্তদের কড়া শাস্তি দাবি করেছে কমিশন।
মন্দিরে তাণ্ডবের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রবাসী ভারতীয়রাও। সিডনি থেকে এক ভারতীয় বলেন, আমরা আশা করি অস্ট্রেলিয়া সরকার এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
"Every time we hear something like this, it makes us concerned. As a Hindu or a Christian or a Muslim, we're all one &we support each other. The Govt has to take care of this & take action against people creating problems for a particular community," said another Indian in Sydney pic.twitter.com/MEE4t4UWox
— ANI (@ANI) February 18, 2023
সিডনিতে আরেক ভারতীয় বলেছেন- "যতবার আমরা এরকম কিছু শুনি, এটি আমাদের উদ্বিগ্ন করে তোলে। একজন হিন্দু বা খ্রিস্টান বা মুসলিম হিসাবে আমরা সবাই এক এবং আমরা একে অপরকে সমর্থন করি। সরকারকে এটির যত্ন নিতে হবে এবং লোকেদের জন্য সমস্যা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
"What is happening in the country against our community is a matter of concern. The Government says we are a multi-culture country but they should take strict actions against the miscreants and should show support for our temples," said an Indian in Sydney, Australia pic.twitter.com/fMOI6gsVBC
— ANI (@ANI) February 18, 2023
অপরদিকে সিডনিতে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তি বলেন -
"দেশে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে যা ঘটছে তা উদ্বেগের বিষয়। সরকার বলছে আমরা একটি বহু-সংস্কৃতির দেশ কিন্তু তাদের উচিত দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং আমাদের মন্দিরের প্রতি সমর্থন দেখানো উচিত'
সিডনিতে একজন ভারতীয় বলেন "আমি আশা করি সরকার এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা হিন্দু এবং হিন্দু ধর্মের অর্থ একটি জীবনধারা। আমাদের সংস্কৃতিতে আমরা প্রতিটি ধর্মকে সম্মান করি,"
Sydney, Australia | Indian community in Australia condemn the attack on temples in the country
"I expect Govt to take appropriate actions against this. We are Hindus & in our culture, the meaning of Hinduism is a way of life & we respect every religion," said an Indian in Sydney pic.twitter.com/5EJCFcijS6
— ANI (@ANI) February 18, 2023