Atishi Health Update (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৫ জুনঃ দিল্লির জলসঙ্কটের সমস্যা সমাধানের দাবি জানিয়ে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্যে অনশনে বসেন দিল্লির মন্ত্রী অতিশী (Atishi)। টানা অনশনের ফলে মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার ভোর রাতে অতিশীকে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছিল আইসিইউতে। এখন কেমন আছেন মন্ত্রী?

এলএনজেপি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সুরেশ কুমার জানাচ্ছেন, ভোর রাত তখন ৩টে বেজে ৪৮ মিনিট আম আমদি পার্টির (AAP) মন্ত্রী অতিশীকে হাসপাতালে আনা হয়। সেই সময়ে তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। তাঁর রক্তে শর্করার পরিমাণ খুবই কম ছিল। তাঁকে ICU-তে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা। তবে ইমার্জেন্সি আইসিইউ-তে জরুরি চিকিৎসার পর এখন অতিশীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে তরল জাতীয় খাবারও খাওয়ানো হচ্ছে।

তীব্র তাপপ্রবাহের মাঝে জলসঙ্কটে ভুগছে রাজধানী (Delhi Water Crisis)। হরিয়ানা সরকারের কাছে দিল্লিতে জল সরবরাহ বাড়ানোর দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্যে অনশনে বসেন অতিশী। মন্ত্রীর অভিযোগ, প্রতিবেশী রাজ্য হরিয়ানা প্রতিদিন দিল্লিকে ১০০ মিলিয়ন গ্যালন (MGD) কম জল সরবরাহ করছে। ২১ জুন, শুক্রবার থেকে শুরু হয় আম আদমি পার্টির নেতা মন্ত্রীদের অনশন। অতিশীর আরও অভিযোগ, তাঁদের অনশন শুর হওয়ার পর থেকে রাজ্যের বিজেপি সরকার দিল্লিতে জল সরবরাহ কমিয়ে দিয়েছে।

এদিকে দিল্লির বাসিন্দারা তাঁদের দৈনন্দিন ব্যবহারের জলের জন্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ট্যাঙ্কারে করে সরবহার করা জল তাঁদের চাহিদা মেটাতে পারছে না। একদিকে তাপপ্রবাহ অন্যদিকে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং জলের সীমিত সরবরাহের কারণে দিল্লিতে জলের ঘাটতি দেখা দেয়। সব মিলিয়ে নাজাহাল অবস্থা রাজধানীবাসীর।