নয়াদিল্লিঃ অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটরের অস্বাভাবিক মৃত্যুতে উত্তাল মধ্যপ্রদেশ। সিনিয়রদের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে পুলিশ স্টেশন চত্বরেই আত্মঘাতী পুলিশ অফিসার। ২১ জুলাই পুলিশ স্টেশন চত্বরের সরকারি বাসভবন থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম প্রমোদ পবন। মধ্যপ্রদেশের দাতিয়া জেলার গোন্ডন থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর পদে কর্মরত ছিলেন তিনি। সূত্রের খবর, আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে একাধিক ভিডিয়ো রেকর্ড করেন তিনি। সেই ভিডিয়োতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তোলেন তিনি। তাঁকে জাত তুলে অপমান করা হত বলেও দাবি মৃত অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটরের। কনস্টেবল ও পুলিশের গাড়ির চালক রূপনারায়ণ যাদব, স্টেশন ইনচার্জ অরবিন্দ ভাদোরিয়া, এবং থারেট স্টেশনের ইনচার্জ আনফাসুল হাসানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন তিনি। তাঁকে খুনের হুমকী দেওয়া হচ্ছিল বলেও ভিডিয়োতে জানান প্রমোদ। স্থানীয় বালি মাফিয়া অপারেটর বাবলু যাদব স্টেশন ইনচার্জের উস্কানিতেই খুনের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। ভিডিয়োর পাশাপাশি প্রমোদের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে আশ্বাস দিয়েছেন দাতিয়ার এসপি সুরজ ভার্মা।
মানসিক যন্ত্রণায় থানা চত্বরেই আত্মঘাতী অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর
Madhya Pradesh Cop Dies By Suicide, Alleges Harassment In Chilling Videoshttps://t.co/CZHRIMFo0r pic.twitter.com/XANfNKnAqd
— NDTV (@ndtv) July 22, 2025