নয়াদিল্লিঃ যেমন কথা তেমন কাজ! বেআইনি ভাবে দখল করা জমি থেকে উচ্ছেদের কাজ শুরু করল অসম সরকার। মঙ্গলবার থেকেই শুরু উচ্ছেদ অভিযান। গোলাঘাট জেলার প্রায় ২০০০ পরিবারকে উচ্ছেদ করতে চলেছে অসম সরকার। ইতিমধ্যেই মোতায়েন ১ হাজার পুলিশ। সম্প্রতি প্রকাশ্যে আসে, উরিয়ামঘাট জেলার রেংমা সংরক্ষিত অরণ্যের প্রায় ১৫,০০০ বিঘা জমি দখল করে বসবাস করছে প্রায় উরিয়ামঘাট জেলার রেংমা সংরক্ষিত অরণ্যের প্রায় ১৫,০০০ বিঘা। তাঁদের মধ্যে বেশিরভাগই বাঙালি মুসলিম। এবার তাঁদেরই উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। প্রশাসন সূত্রে খবর ৯ টি ব্লকে ভাগ করে আগামী সাতদিনের মধ্যে এলাকা খালি করা হবে।
উচ্ছেদের সময় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। বুলডোজ়ারের মাধ্যমে চলছে উচ্ছেদের কাজ। উল্লেখ্য, অসম সরকারের রিপোর্ট অনুযায়ী, এই জায়গা যারা দখল করে রয়েছে তাঁরা বেশিরভাগই অসমের নওগাঁও, মোরিগাঁও, শোনিতপুরের মতো এলাকার মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর মানুষ। এছাড়া পশ্চিমবঙ্গ ও বিহার আসা পরিযায়ীরাও এখানে বসবাস করছিলেন। এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, জবরদখল করা জমির ৭০ শতাংশ আগেই স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন অনেকে। এখনও দখলে থাকা ১.২৯ লক্ষ বিঘা জমি পুনরুদ্ধার করেছে সরকার।
জবরদখল করা জমিতে বুলডোজ়ার চালাল অসম সরকার
#WATCH | Golaghat, Assam | The district administration conducts an eviction operation in the Rengma forest area of the Uriamghat along the Assam-Nagaland border. More than 2000 Assam police personnel and nearly 500 forest security workers deployed in the area. pic.twitter.com/wYTWKZZAnU
— ANI (@ANI) July 29, 2025