ফাইল ফটো (Photo Credits: ANI)

জোড়হাট, ১৭ ফেব্রুয়ারিঃ দাউদাউ করে জ্বলছে আগুন (Assam Fire)। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা অসমের জোড়হাট চক বাজার এলাকায় ভয়াবহ আগুন লাগে। পুড়ে চাই হয়ে যায় ১০০ টির বেশি দোকান।

আরও পড়ুনঃ দাউদাউ করে জ্বলছে মেট্রো স্টেশনের ছাদ, ধোঁয়ায় ধোঁয়া চারিদিক

দমকল আধিকারিক সূত্রে খবর, জোড়হাট চক বাজারের মুখে একটি জামা কাপড়ের দোকানে প্রথমে আগুনটি লাগে। শর্ট সার্কিট হয়েই আগুন লেগে যায় ওই দোকানে। আগুন বাড়তে বাড়তে ক্রমশ বাজারের ভিতরে ছড়িয়ে পড়তে থাকে। নিমেষে আগুন ধরে ওঠে বাকি দোকান গুলোতে। জোড়হাট চক বাজার এলাকার ১০০ টিরও বেশি দোকান পুড়ে ছাই (Assam Fire)।

জ্বলছে অসমের জোড়হাট চক বাজার এলাকা: 

আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। প্রায় ২০ টির কাছাকাছি ফায়ার ইঞ্জিন এসে পৌঁছায় সেখানে। শুরু হয় বাজার এলাকার বিধ্বংসী আগুন নেভানোর কাজ (Assam Fire)। জোড়হাট জেলার পুলিশ আধিকারিক জানান, ‘বাজার এলাকার ব্যপক ক্ষয়ক্ষতি হলেও আগুনে প্রাণনাশ হয়নি। কিন্তু মূলত এটি বাজার চত্বর হওয়ায় ১০০ টিরও বেশি দোকান পুড়ে গিয়েছে চোখের নিমেষে। তবে আমাদের কাছে খবর আসা মাত্রই দমকল পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শর্ট সার্কিট হয়েই এই আগুন লেগেছিল বলেই আমাদের অনুমান’।