Assam: নির্মম! দত্তক শিশুকে বেধে গরম ছ্য়াঁকা, রড দিয়ে মারধর, অসমে গ্রেফতার দম্পতি
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

গুয়াহাটি, ৮ মেঃ দত্তক নেওয়া সন্তানের (Adopted Child) উপর অকথ্য অত্যাচার, গুয়াহাটি (Guwahati) থেকে গ্রেফতার দম্পতি। চার বছরের মেয়েকে মারধরের অভিযোগে অসমের (Assam) পলটন বাজার এলাকা থেকে শনিবার অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে গুয়াহাটি থানার পুলিশ। পেশায় মনরোগ বিশেষজ্ঞ স্ত্রী সঙ্গীতা দত্ত এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বামী ওয়ালিউল ইসলামের বিরুদ্ধে উঠেছে দত্তক নেওয়া সন্তানের (Adopted Child) উপর শারীরিক নির্যাতন করার অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, এদিন তাঁদের কাছে খবর আসে ওই দম্পতি নিজেদের চার বছরের সন্তানকে বাড়ির বারান্দায় দড়ি দিয়ে বেঁধে গরম রড দিয়ে মারধর করছেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করে বছর চারেকের ওই শিশুকে। হেফাজতে নেন দম্পতিকে।

আরও পড়ুনঃ রাজধানীর পানশালায় এলোপাথাড়ি চলল গুলি, মৃত্যু ১৭ বছরের নাবালকের

পুলিশি জেরায় শুরুতে ওই দম্পতি শিশুটিকে নিজেদের সন্তান বলেই দাবি করেছিলেন। কিন্তু তদন্তে জানা গিয়েছে, ওই শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন দম্পতি। পুলিশ এও জানায়, উদ্ধার হওয়া মেয়েটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পোড়া দাগও মিলেছে বেশ কিছু। দম্পতির কাছে অত্যাচারিত হওয়ার কথা নিজের মুখে শিকারও করেছে বাচ্চা মেয়েটি। অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।