নয়া দিল্লি, ১৮ মার্চঃ আগাম জামিন মেলার পরেও কেন ইডি তাঁকে তলব করছে! শনিবারই আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন এড়ানোর মামলায় আগাম জামিন মিলেছে দিল্লির মুখ্যমন্ত্রীর। তা সত্ত্বেও তাঁকে নবমবার ফের ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে ২১ মার্চ ইডির দফতরে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। গোদের উপর বিষফোঁড়ার মত এবার এসে জুটেছে দিল্লির জল বোর্ড সংক্রান্ত মামলা। সেই মামলাতেও কেজরির ডাক পড়েছে। শনিবার আদালতে আগাম জামিন মিললেও নিস্তার মেলেনি কেজরির। একসঙ্গে জোড়া মামলায় ইডি (Enforcement Directorate) তাঁকে সমন পাঠিয়েছে। আজ সোমবার, ১৮ মার্চ দিল্লির জল বোর্ডে আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রীকে (Arvind Kejriwal) জিজ্ঞাসাবাদের জন্যে হাজিরা দিতে বলা হয়েছে। তবে আম আদমি পার্টি (Aam Aadmi Party) সূত্রে খবর, তিনি হাজিরা দেবেন না।
দেখুন টুইট ...
Delhi CM and AAP National Convenor Arvind Kejriwal will not appear before ED today. When there is bail from the court, why is ED sending summons again and again? ED summons are illegal: AAP
He was issued summons by ED under section 50 of the Prevention of Money Laundering Act in…
— ANI (@ANI) March 18, 2024
আগাম জামিনের পরেও কেন ইডি আপ সুপ্রিমোকে বারেবারে সমন পাঠিয়ে চলেছে, তা নিয়ে প্রশ্ন তুলছে দল। তদন্তকারী সংস্থার সমনকে বেআইনি বলেও দাবি করেছেন তাঁরা। আর বেআইনি তলবে মুখ্যমন্ত্রী কোনমতেই সারা দেবেন না, আপ অন্দর সূত্রে সেই খবরই প্রকাশ্যে এসেছে।