গুয়াহাটি, ১৬ মে: অসমের সাতটি জেলা এখন বন্যাকবলিত (Assam Floods)। সবমিলিয়ে ৫৭ হাজার মানুষ সব হারিয়ে বন্যাদুর্গত। সরকারি তথ্য অনুযায়ী সবমিলিয়ে অসমের ২২২টি গ্রাম বন্যায় ভেসে গেছে। ১০ হাজার ৩২১. ৪৪ হেক্টর চাষের জমি এখন জলের তলায়। প্লাবনের জেরে অসমে ১ জন শিশু-সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।মানুষ ছাড়াও বন্যাদুর্গতর তালিকায় রয়েছে ১ হাজার ৪৩৪টি বন্যপ্রাণ। বন্যার জের ক্ষতিগ্রস্ত ২০২ টি বাড়ি। অসমের বন্যাকবলিত এলাকায় ত্রাণবিলি থেকে শুরু করে উদ্ধারকাজ, সবটাই চালাচ্ছে সেনা, আধাসামরিক বাহিনী, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল।
ভিডিও
#WATCH | Amid heavy downpour, flood-like situation continues in Assam. Visuals from Nagaon's district's Kampur area. pic.twitter.com/9C96ETG44M
— ANI (@ANI) May 16, 2022
এদিকে রাজ্যের নগাঁও, লখিমপুর, হোজাই জেলার বিভিন্ন রাস্তা, সেতু, সেচদপ্তরের অধীনে থাকা ক্যানাল ক্ষতিগ্রস্ত। ভারী বর্ষণের জেরে গত শনিবার ডিমা হাসাও জেলার ১২টি গ্রামে ধস নামে। পাহাড়ি এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ হয়েছে। ক্ষতির মুখে পড়েছে ট্রেনলাইন। লামডিং ডিভিশনের বদরপুর পাহাড়ি এলাকায় ধসের জেরে উত্তরপূর্ব রেলের এই অংশে ট্রেন চলাচলের সূচি পরিবর্তিত হয়েছে। এদিকে দুটি ট্রেনে এই বিপর্যয়ের মুখে পড়ে মাঝপথে যাত্রী সমেত আটকে আছে। দুটি ট্রেনেই ১৪০০ করে মোট ২৮০০ যাত্রী রয়েছেন।