নয়াদিল্লিঃ উপত্যকায় ফের গুলির শব্দ। জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) বান্দিপাড়ায় চলল গুলি। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। পাক জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে নিকেশ ২ পাক জঙ্গি। এলাকায় চিরুনী তল্লাশি চালাচ্ছে সেনা। সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নওশেরা নারের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল জঙ্গি।
জম্মু কাশ্মীরে খতম ২ জঙ্গি, জারি অভিযান
গোপন সূত্র খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। এই অভিযানের নাম দেওয়া হয়, 'অপারেশন নওশেরা নার ৪।' অভিযান শুরু হতেই সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। এই অভিযান চলাকালীন গুলির লড়াইয়ে দু'জন পাক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।" উল্লেখ্য, পহেলগাঁও হত্যাকাণ্ডের পর থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর। এই হত্যাকাণ্ড পরবর্তী ভারত-পাক সংঘাত আবহে জম্মু কাশ্মী জুড়ে একাধিক অভিযান চালিয়ে জঙ্গিদের খতম করেছে ভারতীয় সেনা। য়ে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
উপত্যকায় ফের গুলির লড়াই, সেনার গুলিতে খতম ২ পাক জঙ্গি
जम्मू-कश्मीर: सेना ने LoC पर घुसपैठ की कोशिश को किया नाकाम, 2 आतंकी ढेर#JammuAndKashmir #LOC #Terrorist https://t.co/KFlkLKyi0V
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) August 28, 2025