Army Engaged in Rescuing Workers (Photo Credit: X)

নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনী অসমের (Assam) ডিমা কয়লা খনিতে (Coal Mine) আটকে পড়া শ্রমিকদের (Workers) উদ্ধারে বিশেষ টাস্ক ফোর্স মোতায়েন  করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর সাহায্য চেয়েছিলেন। সেনাবাহিনীর সাহায্যে কয়লা খনিতে আটকে পড়া খনি শ্রমিকদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে। শীঘ্রই শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী।

সোমবার অসমের একটি কয়লা খনিতে জল ঢুকে যাওয়ায় প্রায় ২৫ জন শ্রমিক আটকে পড়েছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় আধিকারিকরা সাহায্যের জন্য এসডিআরএফ এবং এনডিআরএফ দলকে খবর দেন। খনি থেকে জল বের করার জন্য বিশেষ যন্ত্রপাতি স্থাপন করা হয়েছিল। কিন্তু খুব একটা সফলতা পাওয়া যায়নি। এরপর স্থানীয় প্রশাসনও সাহায্যের জন্য সেনাবাহিনী ডাকার সিদ্ধান্ত নেয়।

সেনাবাহিনী খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে অসম রাইফেলসের দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। অভিযানে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

 শ্রমিকদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী

কয়লা খনিটি প্রায় ৩৩০ ফুট গভীর, খনিতে প্রায় ১০০ ফুট জল জমেছে। জল বের করার চেষ্টা চলছে। সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে তল্লাশিও করেছে। উদ্ধারকাজে ভারতীয় নৌবাহিনীকে মোতায়েন করা হয়েছে। চ্যালেঞ্জিং মিশন সফল করতে সেনাবাহিনীর প্রস্তুতি ও সুনির্দিষ্ট পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেনাবাহিনীর জারি করা বিবৃতিতে বলা হয়েছে, একজন সিনিয়র ও অভিজ্ঞ কর্মকর্তার তত্ত্বাবধানে ত্রাণ টাস্কফোর্স পাঠানো হয়েছে।